ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার নজির স্থাপন করেছে দক্ষিণ সিটি। আমরা সুশাসন নিশ্চিত ও (প্রশাসনিক) সংস্কার করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলাম।
বুধবার রাজধানীর ধলপুরে দক্ষিণ সিটির মালিকানাধীন ৪ ও ৫ তলা বিশিষ্ট দুটি ভবনে নতুন ৫টি অঞ্চলের জন্য ৫টি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ সব কথা বলেন।
দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের জন্য ৫টি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে আজ আমরা একটি নজির স্থাপন করতে পেরেছি বলে মন্তব্য করেন মেয়র।
অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, আমাদের নতুন ৫টি অঞ্চল ২০১৭ সালের ৩০ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল।
উল্লেখ্য, ধলপুরে অবস্থিত করপোরেশনের মালিকানাধীন ৩, ৪ ও ৫তলা বিশিষ্ট ভবনগুলো র্যাব-১০ কর্তৃক ব্যবহৃত হয়ে আসছিল। র্যাব-১০ এ বছরের ৪ জুন ভবনগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়। এরপর সেসব ভবন সংস্কার করে দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের জন্য আজ ৫টি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হলো।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/শফিক