ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতের তারে টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে দগ্ধ আতিফ ইসলাম (২২) নামে ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউ সোসাইটি’ টিমের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি রাজধানীর লালবাগ এলাকায়। আতিফের বাবার নাম বাবলা ইসলাম।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, আতিফ ইসলামের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় বৈদুতিক তারের সঙ্গে ঘুড়ির সুতা পেঁচানো স্থানে একটি টিয়া আটকে যায়। সংবাদ পেয়ে রবিনহুড-এর একটি টিম পাখিটিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনজন দগ্ধ হন। তাদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। গুরুতর দু’জনকে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নেওয়া হয়। পরে ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন মারা যান আতিফ ইসলাম।
বিডি প্রতিদিন/আজাদ