২০২৪ সালে মন্ত্রী হবার জন্য প্রস্তাব পেয়েছি, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় গেলে গজব হবে এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনের ফাঁদে পড়ে বিএনপি ভোটে যায়। এতে আওয়ামী লীগ জিতে ক্ষমতা আরও পাকাপোক্ত করে।’
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভোট বর্জনের আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ‘বাংলাদেশকে বিদেশিদের হাতে বন্ধক দেওয়া হয়েছে। প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। জনগণ যাকে চায়, তারা পছন্দ অনুযায়ী ভোট দেবে। ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রত্যেকের ঘরে গিয়ে ভয় দেখানো হচ্ছে। ভোট কেন্দ্রে না গেলে মামলা-হামলা করবে বলা হচ্ছে। ভোট কেন্দ্রে গেলে নাকি গরীবদের ৫০০ ও ১ হাজার টাকা দেয়া হবে। সরকারি কর্মকর্তা যারা নির্বাচনী দায়িত্বে তাদেরকে বলা হয়েছে ৬০ শতাংশ ভোট কাস্ট করতে হবে। হাজার কোটি টাকা বিরতণ করা হচ্ছে। ঘরে বসে থাকুন, ভোট দেয়া থেকে বিরত থাকুন ‘
তিনি এ সময় দাবি করেন, ‘প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া কখনো অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়, ৭ জানুয়ারি প্রহসন হবে।’ ভোট বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনের পর রাজনীতির আসল খেলা হবে উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান আরও বলেন, ‘বিশ্বের ক্ষমতাধররা বসে নেই, বসে থাকবে না। তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। আর ৭ জানুয়ারির পর খেলা হবে। সরকার ক্ষমতায় টিকতে পারবে না।’
বিডি-প্রতিদিন/শফিক