বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৮২৭ কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্সসহ নির্বাচনী সামগ্রী। এসব কেন্দ্রে ব্যালট পেপার দেয়া হবে আগামীকাল রবিবার সকালে ভোট শুরুর আগে। যদিও দুর্গম কেন্দ্রে আজই ভোটের সরঞ্জামাদির সঙ্গে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় জেলার ৬টি সংসদীয় এলাকার স্ব-স্ব উপজেলা পরিষদ থেকে প্রিজাইডিং কর্মকর্তার কাছে ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তবে ব্যালট পেপার দেয়া হয়নি তাদের। ভোটের সরঞ্জামাদি পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কেন্দ্রে পৌঁছেছেন তারা। যদিও দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে আজই।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্বাচনী সরঞ্জামসহ কেন্দ্রে পৌঁছে কেন্দ্র ও বুথ প্রস্তত এবং বেস্টনি নির্মাণসহ পুরো ভোট কেন্দ্রের দায়িত্ব নেবেন তারা। দিনে এবং রাতে ভোট কেন্দ্রে অবস্থানের পর রবিবার সকাল ৮টায় যথারীতি ভোট গ্রহণ শুরু করবেন তারা।
এবার ৬টি আসনে স্বতন্ত্র সহ ১০টি দলের মোট ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল জেলার ৬টি আসনে মোট ভোট কেন্দ্র ৮২৭টি। ভোট কক্ষ ৪ হাজার ৯৪১টি। এর মধ্যে বরিশাল-১ আসনে ১২৯ ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৬৭৮টি। বরিশাল-২ আসনে ১৩৬টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৮৩৮টি। বরিশাল-৩ আসনে ১২৪ কেন্দ্রে ভোট কক্ষ ৭৪৬টি। বরিশাল-৪ আসনে ১৪৯ ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৯৬৭টি। বরিশাল-৫ আসনে ১৭৬ ভোট কেন্দ্রে ভোট কক্ষ ১ হাজার ৯০টি এবং বরিশাল-৬ আসনে ১১৩টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৬২২টি।
এবার ৬টি আসনে মোট ভোটার ২১ লাখ ২৯ হাজার ৯শ’ ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮১ হাজার ১৫০জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৮১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটর ৯ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ