জনগণকে আগামীকাল রবিবার ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে এবি পার্টি। দলটির নেতারা ‘স্বেচ্ছায় প্রতিবাদী লকডাউন’ কর্মসূচি পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।
পরে গণমাধ্যমে পাঠানো এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘শুক্রবার ট্রেন পুড়িয়ে মানুষ হত্যার যে নৃশংসতা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে চূড়ান্তভাবে দাফন করার আয়োজন চলছে। এই নির্বাচন জনগণের কোনো নির্বাচন নয়। আমরা এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করি।’
এ সময় জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন।
দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানান এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার। এতে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত