সারাদেশের ন্যায় রাজশাহীতেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে ঠাণ্ডা আবহাওয়ার কারণে উপস্থিতি কিছুটা কম। রাজশাহীতে সকালেই প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে, পুঠিয়ার বানেশ্বর ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় ৮টা ৭ মিনিটে। প্রার্থীদের পোলিং এজেন্টরা আসতে দেরি করায় ভোটগ্রহণে দেরি হয়।
বিডি প্রতিদিন/এমআই