ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন,
‘মানুষ ভোট দিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে। পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দের সাথে ভোট দিয়েছে।’
আজ রবিবার পুরান ঢাকার নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, ‘যে আশঙ্কা করা হয়েছিল, সারাদেশের গ্রাম ও শহরের মানুষ ভোট দিয়ে সেসব আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রমাণিত হয়েছে।’
সাঈদ খোকনের সঙ্গে তার মা, স্ত্রী ও সন্তানেরাও একই কেন্দ্রে ভোট দেন। সাঈদ খোকন ভোট দিতে আসলে কেন্দ্রটিতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ