দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাবেক মেয়র সাঈদ খোকন।
রবিবার রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
সাঈদ খোকন নৌকা প্রতীক নিয়ে মোট ৬১ হাজার ৭০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্য জোটের প্রার্থী রবিউল আলম মজুমদার মিনার প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ১০৯ ভোট।
আসনটিতে ভোট পড়েছে ২৩ দশমিক ২৬ শতাংশ।
বিডি প্রতিদিন/নাজমুল