সীমানা নির্ধারণ সংক্রান্ত কাযক্রম চূড়ান্ত হওয়ার পর কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি ইসিকে পাঠানো হয়েছে।
এর আগে, গত সোমবার একজন নির্বাচন কমিশনার গণমাধ্যমকে জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচন তারিখ নির্ধারণের কথা। বুধবার (২৪ জানুয়ারি) এ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল দেওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ