নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী মালিক সমিতি, ডিলারশিপ মালিকগণ, উপজেলা পরিবেশক সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, ডিলারশিপ মালিক ও সাধারণ মানুষ। মিছিলটি মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে মারীখালি ব্রীজ প্রদক্ষিণ করে কাঁচাবাজারের সামনে গিয়ে শেষ হয়। পরে থানাসহ বিভিন্ন দপ্তরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বিভিন্ন সময়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অর্থ ও মালামাল লুট করে নেওয়ার অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। এছাড়াও রাতে দোকানের তালা ভেঙে মালামাল লুট করে নেয়ার মতো অভিযোগের কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভের কথা শুনেছি। এখনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ