বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। মঙ্গলবার সৌদি এয়ার লাইনসের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। দ্রুততম সময়ের মধ্যে পরিচয়পত্র পেশ করে ঢাকা মিশন শুরু করবেন এ কূটনীতিক।
সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ এবং ঢাকার সৌদি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এর আগে গত এপ্রিলে ঢাকা ছেড়ে যান সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।
রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আবদুল্লাহ জাফরকে সৌদি ফরেন সার্ভিসে চীন ও কোরিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। ২০১৩ সালে তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক ছিলেন।
সেখান থেকে তাকে কোরিয়ায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে পাঠানো হয়। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সিউলে দায়িত্ব পালন করেন। ড. আবদুল্লাহ জাফর কোরিয়া থেকে যান জেনেভায়। তিনি সেখানে দায়িত্ব পালন করেন ২০২১ সাল পর্যন্ত। জেনেভা থেকে তাকে পাঠানো হয় চীনে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে সৌদি কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন। এই কূটনীতিক ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ব্রাজিলের ব্রাসিলিয়াতে দায়িত্ব পালন করেন।