পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান প্রথমবারের মতো নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। ২০২৫ মৌসুমের বাকি সময়ের জন্য তিনি খেলবেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে।
বর্তমানে মাঠ ও মাঠের বাইরে চ্যালেঞ্জিং সময় পার করছেন রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করে হারের মুখ দেখতে হয়েছে তাকে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের টি-টোয়েন্টি একাদশে নিয়মিত নন তিনি। এছাড়া, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে কেন্দ্রীয় চুক্তির 'এ' ক্যাটাগরি থেকে সরিয়ে 'বি' ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে।
এশিয়া কাপ ও আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়নি রিজওয়ানকে, ফলে সিপিএলে খেলায় তার কোনো বাধা ছিল না। এই লিগে তার অন্তর্ভুক্তির মাধ্যমে পাকিস্তানি খেলোয়াড়দের উপস্থিতি আরও বেড়ে গেল।
সিপিএলের চলতি আসরে আগে থেকেই অংশ নিচ্ছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে আগে থেকেই রয়েছেন দুই পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। অন্যদিকে, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসে খেলছেন উসামা মির। এছাড়া আরও রয়েছেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম ও সালমান ইরশাদ।
বিডি প্রতিদিন/মুসা