নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বুধবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী ও গরহরদী গ্রামবাসীর সাথে পার্শ্ববর্তী মরদাসাদী গ্রামবাসীর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট ও দোকানপাট। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার মরদাসাদী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আগুয়ানদী গ্রামের সাত্তারের বাড়ি দখল করতে যায়। এতে হামলায় ৭ জন আহত হয়। এ ঘটনায় সাত্তারের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকাল ৪টায় আগুয়ানদী ও গহরদীসহ আশপাশের লোকজন প্রতিবাদ সভা করে মরদাসাদী গ্রামের লোকজনের বিরুদ্ধে সকলে এক হয়ে মোকাবিলার সিদ্ধান্ত নেয়। এ খবর পেয়ে মরদাসাদী গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে শত শত নারী পুরুষ উচিৎপুরা বাজারের দিকে আসতে থাকে।
এক পর্যায়ে উচিৎপুরা ও মরাদাসাদী গ্রামের মাঝখানে ৩ গ্রামের কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র, টেঁটা, দা, ছুরি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে আলমগীর হোসেন নামে একজন টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত। পরে রাত হলে অন্ধকারের কারণে সংঘর্ষ বন্ধ করে যার যার মতো করে চলে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই