গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ইসরায়েলকে সাময়িকভাবে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইতালির কোচদের সংগঠন ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (AIAС)। তারা এই দাবিতে ইতালির ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, যা ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও পাঠানো হবে।
চিঠিতে এআইএসি বলেছে, 'ইসরায়েলকে থামতে হবে। ফুটবলকেও পদক্ষেপ নিতে হবে। প্রতিদিনের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে, যেখানে অসংখ্য ম্যানেজার, কোচ এবং অ্যাথলেট নিহত হচ্ছেন, সেখানে ইসরায়েলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার দাবি ন্যায়সঙ্গত, প্রয়োজনীয় এবং মানবিক কর্তব্য।'
চিঠির শেষাংশে আরও বলা হয়, 'কারণ অতীতের বেদনা আজকের বিবেক ও মানবতা ধ্বংস করতে পারে না।'
আগামী ৮ সেপ্টেম্বর হাঙ্গেরির ডেব্রেসেনে নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে মুখোমুখি হবে ইতালি। ফিরতি ম্যাচটি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ইতালির উদিনে শহরে। এই দুই ম্যাচের আগেই এমন দাবির বিষয়ে অবস্থান জানাল এআইএসি।
সংগঠনটির সহসভাপতি জিয়ানকার্লো কামোলেসে বলেন, 'আমরা চাইলে চোখ বন্ধ করে শুধু খেলার দিকে মনোযোগ দিতে পারতাম। কিন্তু আমরা মনে করি সেটা মানবিকভাবে সঠিক নয়।'
এআইএসি’র আরেক সহসভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি বলেন, 'বিশ্ব এখন উত্তাল, ফিলিস্তিনিদের মতো অনেক মানুষ অকল্পনীয় কষ্টের মধ্যে রয়েছে। এই বাস্তবতায় নির্লিপ্ত থাকা একেবারেই অগ্রহণযোগ্য।'
উল্লেখ্য, গত অক্টোবরেও ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচে বিক্ষোভের মুখে পড়েছিল ইতালি। সেই সময় উদিনের স্টেডিয়ামে কড়া নিরাপত্তা নেওয়া হয়, এমনকি ছাদে স্নাইপারও মোতায়েন ছিল। তারপর থেকে যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। চলতি মাসের শুরু পর্যন্ত পাওয়া তথ্যমতে, ২২ মাসের যুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।
এদিকে সম্প্রতি জার্মান ট্যাবলয়েড বিল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সমর্থকদের প্রতিবাদের মুখে ইসরায়েলি স্ট্রাইকার শন ওয়েইসম্যানকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বুন্দেসলিগা-২ ক্লাব ফর্চুনা ডুসেলডর্ফ। কারণ, ওই ফুটবলার গাজা যুদ্ধ নিয়ে বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করেছিলেন।
বিডি প্রতিদিন/মুসা