খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটি এলাকায় মা ও মেয়েকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। কেবা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার সকাল দশটায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য গেছে।
রামগড় থানার ওসি জানিয়েছেন তারা রিপোর্ট পাঠানো পর্যন্ত ঘটনাস্থলেই ছিলেন।
মা-মেয়ে দুজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর বেশি কিছু তিনি জানাতে পারেনি পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় সেখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। জানা গেছে হত্যার শিকার মা আমেনা বেগম (৯৫) ও মেয়ে রেহেনা (৪৫)।
বিডি প্রতিদিন/নাজমুল