গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানও অতীতের মতো ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার এক বিবৃতিতে এমন মন্তব্য করে হামাস। খবর আনাদোলুর।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার গাজা শহর দখলের উদ্দেশে অপারেশন ‘গিডিয়ন’স চ্যারিওটস ২’ নামে অভিযান শুরুর পরিকল্পনা অনুমোদনের পর হামাস এ বিবৃতি দিল। হামাস বলছে, ‘এই অভিযান আগেরগুলোর মতোই ব্যর্থ হবে। ইসরাইল তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং গাজার দখল আর আনন্দের হবে না।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিকল্পনাটি গাজা উপত্যকায় ২২ মাসেরও বেশি সময় ধরে চলমান গণহত্যা বন্ধে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্ততাকারীদের প্রচেষ্টাকে অসম্মান করে।’
বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, ‘তারা মধ্যস্থতাকারীদের উপস্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও, ইসরাইলি সরকার শহরটিকে ধ্বংস এবং দক্ষিণে জনগণকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি অবজ্ঞা এবং সাড়া না দেওয়া থেকে বোঝা যায় যে, তিনিই চুক্তি লঙ্ঘনকারী, বন্দিদের জীবনের তিনি পরোয়া করেন না এবং তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আন্তরিক নন।’
বিবৃতিতে মধ্যস্ততাকারীদের প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ইসরাইলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম