ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির পক্ষ থেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ'র কাছে দ্বিপাক্ষিক সম্পর্কসহ সব ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় সংবলিত একটি লিখিত বার্তা হস্তান্তর করা হয়েছে। খবর আরব নিউজের।
জানা গেছে, মঙ্গলবার রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতির সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেজির বৈঠককালে এই বার্তাটি গ্রহণ করা হয়।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মধ্যে ক্রমোন্নত কূটনৈতিক সম্পর্কের দিকেই ইঙ্গিত মিলেছে।
উল্লেখ্য, সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘ বিরোধের অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি হয়, যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/শআ