জিনাত রেহানা আমাদের কালের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। অনেক জনপ্রিয় গানের শিল্পী তিনি। আমি তাঁকে ভাবি ডাকতাম। মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী ছিলেন তিনি। বিটিভির জন্মলগ্ন থেকেই আমরা শিশুশিল্পী হিসেবে জড়িত। মোস্তফা কামাল সৈয়দের সঙ্গেও ছিল আমাদের সখ্য ও শ্রদ্ধাপূর্ণ ভালোবাসার সম্পর্ক। টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের কৌশল, সুরুচি সবই শিখেছি মোস্তফা কামাল সৈয়দের কাছ থেকে। কামাল ভাই আমার জীবনে বড় ভাইয়ের মতো ছিলেন। তিনি ছিলেন আমাদের আইকন। এই কামাল সাহেবের সহধর্মিণী জিনাত রেহানা। কামাল ভাই বিটিভিতে ক্রিকেটকে জনপ্রিয় করেছিলেন। আফজাল-সুবর্ণা জুটি তৈরি করেছিলেন। মমতাজ উদ্দীন আহমদের অনেক বিখ্যাত নাটকের প্রযোজক ছিলেন। কামাল ভাই জি এম ছিলেন, ডিডিজিও ছিলেন। প্যাকেজ অনুষ্ঠান যখন হয় তখন তিনি সেগুলো কেনাবেচা প্রচারের দায়িত্বে ছিলেন। তিনি আমাদের ইমপ্রেস অফিসে আসতেন, আমাদের পিঠাঘরে আসতেন। ক্রিকেট খেলা দেখতেন গল্প করতেন। নানান স্মৃতিকথা বলতেন আমরা মুগ্ধ হয়ে কামাল ভাইয়ের চারপাশে ঘিরে কথা শুনতাম। সেই কামাল ভাইয়ের সহধর্মিণীকে আমরা জিনাত ভাবি ডাকতাম। সদা হাস্যোজ্জ্বল খুবই জীবন রসিক মহিলা তিনি। কোনোকিছুতেই তিনি পেছন ফিরে তাকাতেন না। তাঁর দুই ছেলেমেয়ে। ছেলে রেহান কামাল আমেরিকা এবং মেয়ে রেহনুমা কামাল কানাডায় থাকেন। জীবন যুদ্ধে তিনি সাহসী নারী ছিলেন। কামাল ভাই চলে যাওয়ার পর তিনি একা থাকতেন। অক্সিজেনের বোতল নিয়েই তিনি চলাফেরা করতেন। মনে পড়ছে আমরা মোস্তফা কামাল সৈয়দকে নিয়ে একটি সংকলন করেছিলাম। সম্পাদনা করেছিলেন আরিফ খান। সেই অনুষ্ঠানে ভাবি এসেছিলেন অক্সিজেন নিয়ে। কামাল সাহেবকে নিয়ে অসাধারণ একটি বক্তব্যও দিয়েছিলেন। তাঁর বিখ্যাত গানের মধ্যে-সাগরের তীর থেকে, ‘একটি ফুল আর একটি পাখি, বলতো কি নামে তোমায় ডাকি, ‘আমি কাঁকন দিয়ে ডেকে ছিলেম, মুখে লজ্জা ছিল বলে, ‘কপালে তো টিকলি পরবো না’ আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে, যে দেশেতে ঝিলের জলে শাপলা শালুক ভাসেসহ অনেক জনপ্রিয় গানের শিল্পী তিনি। এই গানগুলো তখন নিয়মিত বাজত টিভি ও রেডিওতে। জিনাত রেহানা আরও সুনাম অর্জন করতে পারতেন। কিন্তু কামাল সাহেবের সহধর্মিণী বলে অনেক জায়গায় আপস করতে হয়েছে। কামাল ভাই ছিলেন বিটিভির এমন একজন কর্তাব্যক্তি যিনি অতিরিক্ত কোনো সুযোগসুবিধা গ্রহণ করতেন না। একজন সাধারণ কর্মচারীর জন্য যে সুবিধা ঠিক তার জন্যও একই সুবিধা প্রযোজ্য। যার কারণে তার সহধর্মিণী যখন গান করতেন তখন তাঁকে যে আলাদা সুবিধা দেওয়া প্রয়োজন সেটা তিনি করতেন না। টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে বিশেষ করে ঈদের অনুষ্ঠানে জিনাত ভাবিকে কম দেখা যেত। যদিও তাঁর মা জেবউন নেসা জামাল ছিলেন বিখ্যাত গীতিকার। ভাবি একা একা লড়াই করছিলেন। আমাদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। আমরা ভাবির গানগুলো নতুন করে রেকর্ড করতে চেয়েছিলাম। কিছু গান আমাদের ইমপ্রেস অডিও থেকে রেকর্ড করে সিডিও বের করা হয়েছিল। সেই সিডিগুলো ধারাবাহিকভাবে বের করার পরিকল্পনাও ছিল। কিন্তু সময় এতটা নিষ্ঠুর আমরা তাঁকে হারালাম। ভাবি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রোগের সঙ্গে তিনি লড়াই করেছেন। ভাবিও ফাঁকি দিয়ে চলে গেলেন। আরেকটি মহিরুহের পতন ঘটল। ভাবি আপনার জন্য অনেক শ্রদ্ধা। আপনি বাংলা গানের ইতিহাসের একটি অংশ। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আজ ৩ জুলাই আপনার জন্মদিন। কিন্তু হায় জন্মদিনের কেক কাটা হবে না...তবে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটি কোথাও না কোথাও বাজতে থাকবে।
শিরোনাম
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
- রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
- মার্কিন সহায়তা স্থগিত, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় ইউক্রেন
- পাকিস্তানে ভারী বৃষ্টি-আকস্মিক বন্যায় ৬৪ জনের মৃত্যু
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা
ভাবি-জিনাত রেহানা
ফরিদুর রেজা সাগর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর