ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী একটি কোস্টার বাস (মিনিবাস) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসচালক ও শিক্ষকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে আনার পথে সদর উপজেলার ১১ মাইল নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
জানা গেছে, শিক্ষকবাহী কোস্টার বাসটি ১১ মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা কোস্টারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটির চালক পালিয়ে যান।
এ ঘটনায় কোস্টার বাসচালক নজরুল ইসলাম, ইবির আল হাদিস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম ইসলাম, একজন ডেপুটি রেজিস্ট্রারসহ অন্তত আটজন আহত হন। এর মধ্যে নজরুল ইসলামের হাতের হাড় ভেঙে গেছে এবং কোমড়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। অন্যরা ছোটখাটো আঘাত পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, কোস্টার বাসচালক বেশি আঘাত পেয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ছোট অপারেশন করা লাগতে পারে।
বিডি প্রতিদিন/কেএ