২০১৩ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ ছবিতে পার্বতী চরিত্রে নির্মাতা পছন্দ করেছিলেন নায়িকা পূর্ণিমাকে। কিন্তু শরৎচন্দ্রের বিখ্যাত এই উপন্যাসের পার্বতী হন পরে অপু বিশ্বাস। তবে কেন? জীবদ্দশায় নির্মাতা চাষী নজরুল ইসলাম দুঃখ করে বলেছিলেন, ‘আমি চেয়েছিলাম পূর্ণিমাই হবে দেবদাসের পার্বতী। কিন্তু এ ছবিতে দেবদাসের চরিত্রে অভিনয় করা নায়ক শাকিব খানের অনুরোধেই পূর্ণিমার পরিবর্তে অপুকে নিতে আমি বাধ্য হই। কারণ অপুকে না নিলে শাকিব অভিনয় করবেন না এবং তখন দেবদাস চরিত্রে অভিনয় করার মতো অন্য কোনো নায়কও খুঁজে পাওয়া যাচ্ছিল না।’ এ নির্মাতার কথায় সাহিত্যধর্মী চলচ্চিত্রের নায়িকা হিসেবে পূর্ণিমাকেই মানায়। এর প্রমাণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে এই নির্মাতার আগে নির্মিত ‘সুভা’ ও ‘শাস্তি’ চলচ্চিত্র দুটি। এ দুটি চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় দক্ষ অভিনয় করে পূর্ণিমা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন।
উল্লেখ্য, নির্মাতা চাষী নজরুল ইসলামের পূর্ণিমার অভিনয় খুবই পছন্দ এবং তাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। এই নির্মাতার মানিব্যাগে সব সময় পূর্ণিমার এক কপি ফটো থাকত। এদিকে বর্তমানে চলচ্চিত্রের অভিনয়ে নিয়মিত না থাকলেও জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত এই অভিনেত্রীর দর্শকপ্রিয়তা একটুও কমেনি। পূর্ণিমা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ মুক্তি পায় ২০২৪ সালে ঈদে। এখন তিনি টিভি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে বেশি কাজ করছেন। নব্বই দশকে জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে পূর্ণিমার।