গাজীপুরের শ্রীপুরের বহেরারচালা গ্রামে রবিবার সকালে কারখানার একটি পুরনো দেয়াল ধ্বসে বেলাল হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. বেলাল হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। ওই কারখানায় প্রিন্টিং ইনচার্জ হিসেবে চাকরি করতেন।
স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, বহুদিন ধরে কারখানার পেছনের ওই দেয়ালটি নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে। রবিবার সকালে ওই দেয়ালের পাশ দিয়ে বেলাল হোসেনসহ আরো কয়েকজন কারখানায় কাজে যাচ্ছিলেন। এ সময় দেয়ালটি ধ্বসে পড়লে বেলাল আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্দেশ্যে নেয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত পৌঁছলে বেলালের অবস্থার অবনতি দেখা দেয়। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারখানার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সালমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে কারখানার অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, দেয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু হয়েছে। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম