দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ট্রান্সজেন্ডার ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফেরার পর মেয়েদের ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সম্প্রতি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
নতুন এই আদেশের সরাসরি প্রভাব পড়েছে আলোচিত সাঁতারু লিয়া টমাসের ওপর। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে ২০২২ সালে মেয়েদের সাঁতারে প্রতিযোগিতা করে এনসিএএ চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী এই ট্রান্সজেন্ডার অ্যাথলেটের ব্যক্তিগত সব রেকর্ড বাতিল ঘোষণা করা হয়েছে। শুরু হয়েছে তার পদক কেড়ে নেওয়ার প্রক্রিয়াও।
নারী ক্রীড়াবিদদের একাংশ দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন, লিয়ার অংশগ্রহণে প্রতিযোগিতায় অসাম্য তৈরি হয়েছে। কারণ, এর আগে পুরুষ বিভাগে অংশ নিয়ে যেখানে তার অবস্থান ছিল ৪৬২তম, সেখানে মেয়েদের বিভাগে অংশ নিয়েই তিনি চ্যাম্পিয়ন হন।
এ নিয়ে শুরু হয় আইনি লড়াই। অভিযোগ ওঠে, লিয়াকে মেয়েদের দলে খেলার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় ‘Title IX’ আইন লঙ্ঘন করেছে। ১৯৭২ সালের এই আইন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ।
পরে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছায় পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়। সমঝোতা অনুযায়ী, লিয়ার সব ব্যক্তিগত রেকর্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র একটি দলীয় ইভেন্টে তার নাম রাখা হবে। পাশাপাশি যেসব নারী ক্রীড়াবিদ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বা মানসিকভাবে আঘাত পেয়েছেন, তাদের উদ্দেশ্যে ক্ষমা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বিভাগে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদরা আর অংশ নিতে পারবেন না। আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফেডারেল সহায়তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিডি প্রতিদিন/মুসা