চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার বর্তমান মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি করা হয়েছে। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তা বৃদ্ধি করা হলেও বৃহস্পতিবার তা গণমাধ্যমকে জানানো হয়।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়- ‘চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসকের মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে বাণিজ্য সংগঠন আইন, ২০২২’র ১৭ ধারা মোতাবেক ৬০ দিন বৃদ্ধি করা হলো।’
চট্টগ্রাম চেম্বার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- নিয়মিত কার্যক্রম পরিচালনাসহ একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সচিব বর্তমান প্রশাসকের মেয়াদ বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয় আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে বর্তমান প্রশাসকের মেয়াদ নতুন করে আরো ৬০ দিন বৃদ্ধি করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২০২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ ২৪ জন সদস্য পদত্যাগ করেন। এরপর বাণিজ্য সংগঠন আইন-২০২২’র ১৭ ধারায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক নিয়োগ আদেশ জারী করেন। ওই আদেশে মুহাম্মদ আনোয়ার পাশাকে চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন