পৃথিবী প্রতিদিন একবার করে নিজ অক্ষের চারপাশে ঘোরে। এভাবেই দিন-রাত হয়। তবে এবার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই জুলাই ও আগস্ট মাসে তিনটি দিন অন্য দিনের চেয়ে একটু ছোট হবে। কারণ, ওই দিনগুলোতে পৃথিবী স্বাভাবিকের চেয়ে একটু বেশি জোরে ঘুরবে।
বিশেষ করে ৯ জুলাই, ২২ জুলাই ও ৫ আগস্ট—এই তিন দিন পৃথিবী এতটাই দ্রুত ঘুরবে যে, প্রতিটি দিন গড় দিনের চেয়ে ১.৫১ মিলিসেকেন্ড (এক সেকেন্ডের হাজার ভাগের দেড় ভাগ) কম দীর্ঘ হবে। এই পরিবর্তন খুব ছোট, কিন্তু বৈজ্ঞানিক দিক থেকে এটা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর ভেতরের অংশে কিছু পরিবর্তন, মেরু অঞ্চলের বরফ গলে ভরের (ওজনের) নতুন করে বণ্টন, এবং এল নিনো বা লা নিনো নামের আবহাওয়ার ঘটনাগুলো এর পেছনে কারণ হতে পারে। এমনকি চাঁদের অবস্থানও এর সঙ্গে জড়িত থাকতে পারে।
বিজ্ঞানী লিওনিদ জোটভ বলছেন, এই গতি বেড়ে যাওয়ার সঠিক কারণ আমরা এখনো জানি না। আমাদের ধারণা, এটা পৃথিবীর ভেতরের কোনো পরিবর্তনের কারণে ঘটছে।
অন্য এক বিজ্ঞানী জুডাহ লেভিন বলছেন, আমরা আগে ভেবেছিলাম পৃথিবী ধীরে ধীরে কম ঘুরবে এবং আমাদের ঘড়িতে মাঝে মাঝে এক সেকেন্ড বাড়াতে হবে (লিপ সেকেন্ড)। কিন্তু এখন হয়তো উল্টোভাবে, আমাদের ঘড়ি থেকে এক সেকেন্ড বাদ দিতে হতে পারে, কারণ পৃথিবী আগের চেয়ে বেশি জোরে ঘুরছে।
এই পরিবর্তন যদি চলতেই থাকে, তাহলে ২০২৯ সালের দিকে পৃথিবীর সময় ঠিক রাখতে প্রথমবারের মতো এক সেকেন্ড কমাতে হতে পারে, যা হবে সময় পরিমাপের ইতিহাসে এক নতুন অধ্যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল