হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হল, ওই গ্রামের সোলেমান মিয়ার কন্যা তামান্না আক্তার ও এনাম মিয়ার ছেলে একরাম মিয়া।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরুড়া গ্রামের সোলেমান মিয়ার বাড়ির পুকুরে সকলের অগোচরে গোসল করতে নামে তামান্না আক্তার ও একরাম মিয়া। এ সময় তারা পুকুরে সাতার কাটতে গিয়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন দুই পরিবারের লোকজন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন তাদেরকে এক নজর দেখতে ভিড় জমান।মাধবপুর থানার ওসি শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ