‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। পরে সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন একটি ফুলের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, “উপকূলীয় এলাকায় অবস্থানের কারণে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয় মোংলা বন্দরের কার্যক্রমকে। এমন পরিস্থিতিতে গাছ প্রকৃতির ঢাল হিসেবে কাজ করে। তাই প্রকৃতিকে সুরক্ষা দিতেই এই পরিকল্পিত বনায়ন।”
তিনি আরও জানান, বন্দর সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। গাছগুলোর পরিচর্যার দায়িত্বও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টন করা হয়েছে বলে জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দেশ, জাতি ও মোংলা বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আশিক