জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কয়েক দিন আগে আপনাদের ছেলেরা, মেয়েরা, ভাইয়েরা আমরা সবাই মিলে রাজপথে নেমে এসেছিলাম। ফ্যাসিস্ট সরকার ও তার লোকেরা আমাদের ভাইদের, বোনদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। হত্যা করেছে অনেক ভাই ও বোনকে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো ফ্যাসিস্টরা রয়েই গেছে। আমরা মনে করি আমাদের লড়াই এখনো শেষ হয়নি।’ গতকাল দুপুরে কুড়িগ্রামের ত্রিমোহনী থেকে পদযাত্রা শুরু করে বাসস্ট্যান্ড হয়ে জেলা শহরের শাপলা চত্বরের সিংহের মুক্তিযুদ্ধ ফলকের সামনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তিনি কুড়িগ্রাম জেলা সম্বন্ধে বলেন, কুড়িগ্রামবাসী অধিকারবঞ্চিত। কুড়িগ্রাম মানে চরের অধিকারহীন মানুষের লড়াই, ভূমিহীনদের সংগ্রাম, সীমান্তের কান্না, কাঁটা তারে ঝুলে থাকা আমার বোন ফেলানীর লাশ। কুড়িগ্রাম মানে তিস্তার পানি চুক্তির লড়াই, কুড়িগ্রাম মানেই মুক্তিযুদ্ধের তারামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়ার লড়াই। কুড়িগ্রাম মানে জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। মর্যাদার কুড়িগ্রাম গড়তে জাতীয় নাগরিক পার্টির পতাকাতলে সবাইকে আসার আহ্বান জানান তিনি। নেতৃবৃন্দ বিকাল ৫টার মধ্যেই পথসভা শেষ করে কুড়িগ্রামের ফুলবাড়ী হয়ে লালমনিরহাট চলে যান।