আজ ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হচ্ছে বসুন্ধরা টিস্যু নিবেদিত নতুন নাটক ‘চলো হারিয়ে যাই’। হাসিব হোসাইন রাখির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘চলো হারিয়ে যাই’ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী। আরও রয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, রাফসান ইমতিয়াজ শান্ত, মায়া, সালমান আরাফাত প্রমুখ। নাটকটির সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন, সম্পাদনায় আকাশ সরকার, ফটোগ্রাফি আকিব রহমান, পোস্টার ডিজাইন নাহিদ হোসেন, প্রধান সহকারী পরিচালক শাহেদ হাসান ইমন ও সহকারী পরিচালক মাদেদী। ‘চলো হারিয়ে যাই’ নাটকটি প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘এই কাজটা আমার প্রথম কাজ ক্যাপিটাল ড্রামার সঙ্গে। সো, এ কাজটি নিয়ে আমি আসলেই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আশাবাদী। যেখানে সচরাচর এখন অনেক রোমান্টিক ড্রামা করছি আমি নিজেও, সেখান থেকে আমরা ভিন্ন ধারার একটি কাজ করতে পারছি, সেটা আনন্দের। এটাতে আমি যেমনটি একটু ভয়ে ভয়ে আছি যে অডিয়েন্স কীভাবে নেবে আবার তেমনি নিজেকে নিয়ে, ডিরেক্টর রাখিকে নিয়ে আই ফিল গুড যে নতুন কিছু করার চেষ্টা করেছি। সো, নতুন কিছু দেখতে চাইলে, ভিন্ন কিছু স্টোরি ট্রেলিং দেখতে চাইলে আমি সবাইকে রিকমেন্ড করব এই কাজটি দেখার জন্য। আশা করি, কেউ নিরাশ হবেন না।’ নাটকটি নিয়ে তটিনীও ভীষণ আশাবাদী। এদিকে পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, ‘চলো হারিয়ে যাই’ আমার জন্য একটা আলাদা জার্নি। গল্পটা লেখার সময় অনেকদিন আমি এই গল্পের মধ্যে ছিলাম। আমাদের এ কাজটার সঙ্গে আছেন এ সময়ের প্রবীণ অভিনেতা-অভিনেত্রী আবুল হায়াত স্যার, দিলারা জামান ম্যাম। গল্পটা যখন আমি আর্টিস্টদের শোনাচ্ছিলাম সবাই আমাকে খুব ভালোভাবে এপ্রিসিয়েট করেছিল। চলো হারিয়ে যাই এর মতো গল্প এখন খুব বেশি একটা কেউ করে না। যে কোনো ডিরেক্টরের কিছু স্পেশাল কাজ করার স্বপ্ন থাকে। চলো হারিয়ে যাই আমারও তেমন একটা স্বপ্নের প্রজেক্ট। এই জার্নিটা আমার জন্য অনেক বড় ছিল। এইটিন থেকে এইটি সব রকম দর্শকের জন্যই চলো হারিয়ে যাই। চলো হারিয়ে যাই একটি জীবনের গল্প, একটি প্রেমের গল্প। এটি বাস্তবতার গল্প। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। নাটকটি নিয়ে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল ড্রামার এটি তৃতীয় ওয়েব ফিল্ম এবং বর্তমান নাটকগুলো থেকে সম্পূর্ণ আলাদা কিছু যা দর্শক দেখলেই বুঝতে পারবেন, মানুষের জীবন দর্শনের অনেক কিছু উঠে আসবে চলো হারিয়ে যাইতে।’ এদিকে নাটকটিতে রয়েছে গানও। যেটি অবমুক্ত হবে ক্যাপিটাল মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটির মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন জাহিদ নীরব। উল্লেখ্য, ‘প্রিয় প্রজাপতি’ ও ‘মিথ্যে প্রেমের গল্প’র ব্যাপক সফলতার পর নতুন এ নাটকটিও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে সবার আশা।
শিরোনাম
- বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
- রাকসু নির্বাচন : প্রথম দিন ডোপ টেস্টের নমুনা দিলেন ৮৭ জন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
- শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ : তদন্তে ডিএমপির ৩ সদস্যের কমিটি
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি
- ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া
- উপকূলে ঝড়ের আশঙ্কা : সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে এক নম্বর সতর্কতা
- সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাইয়ের রাজকন্যা
- ১৮ মাসে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির পূর্ণ প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
- আগামী দিনের ক্রিকেট তারকারা স্কুল মাঠেই লুকিয়ে আছে: বিসিবি সভাপতি
- ইন্দোনেশিয়ায় গ্রেফতার শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি
- উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা
- এশিয়া কাপের আগে সিলেটের মাঠে খেলা বাড়তি সুবিধা হবে : লিটন
- শেরপুর পৌরসভার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের শেষ নেই
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য ও ইইউ
- প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যার সমাধানে সময় দরকার: ফাওজুল কবির
- প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন
- 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আসলে মোদির যুদ্ধ'
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
আপডেট:
০০:৩৪, বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
/
শোবিজ
আজ ক্যাপিটাল ড্রামায়
তৌসিফ-তটিনীর ‘চলো হারিয়ে যাই’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর