আজ ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হচ্ছে বসুন্ধরা টিস্যু নিবেদিত নতুন নাটক ‘চলো হারিয়ে যাই’। হাসিব হোসাইন রাখির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘চলো হারিয়ে যাই’ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী। আরও রয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, রাফসান ইমতিয়াজ শান্ত, মায়া, সালমান আরাফাত প্রমুখ। নাটকটির সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন, সম্পাদনায় আকাশ সরকার, ফটোগ্রাফি আকিব রহমান, পোস্টার ডিজাইন নাহিদ হোসেন, প্রধান সহকারী পরিচালক শাহেদ হাসান ইমন ও সহকারী পরিচালক মাদেদী। ‘চলো হারিয়ে যাই’ নাটকটি প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘এই কাজটা আমার প্রথম কাজ ক্যাপিটাল ড্রামার সঙ্গে। সো, এ কাজটি নিয়ে আমি আসলেই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আশাবাদী। যেখানে সচরাচর এখন অনেক রোমান্টিক ড্রামা করছি আমি নিজেও, সেখান থেকে আমরা ভিন্ন ধারার একটি কাজ করতে পারছি, সেটা আনন্দের। এটাতে আমি যেমনটি একটু ভয়ে ভয়ে আছি যে অডিয়েন্স কীভাবে নেবে আবার তেমনি নিজেকে নিয়ে, ডিরেক্টর রাখিকে নিয়ে আই ফিল গুড যে নতুন কিছু করার চেষ্টা করেছি। সো, নতুন কিছু দেখতে চাইলে, ভিন্ন কিছু স্টোরি ট্রেলিং দেখতে চাইলে আমি সবাইকে রিকমেন্ড করব এই কাজটি দেখার জন্য। আশা করি, কেউ নিরাশ হবেন না।’ নাটকটি নিয়ে তটিনীও ভীষণ আশাবাদী। এদিকে পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, ‘চলো হারিয়ে যাই’ আমার জন্য একটা আলাদা জার্নি। গল্পটা লেখার সময় অনেকদিন আমি এই গল্পের মধ্যে ছিলাম। আমাদের এ কাজটার সঙ্গে আছেন এ সময়ের প্রবীণ অভিনেতা-অভিনেত্রী আবুল হায়াত স্যার, দিলারা জামান ম্যাম। গল্পটা যখন আমি আর্টিস্টদের শোনাচ্ছিলাম সবাই আমাকে খুব ভালোভাবে এপ্রিসিয়েট করেছিল। চলো হারিয়ে যাই এর মতো গল্প এখন খুব বেশি একটা কেউ করে না। যে কোনো ডিরেক্টরের কিছু স্পেশাল কাজ করার স্বপ্ন থাকে। চলো হারিয়ে যাই আমারও তেমন একটা স্বপ্নের প্রজেক্ট। এই জার্নিটা আমার জন্য অনেক বড় ছিল। এইটিন থেকে এইটি সব রকম দর্শকের জন্যই চলো হারিয়ে যাই। চলো হারিয়ে যাই একটি জীবনের গল্প, একটি প্রেমের গল্প। এটি বাস্তবতার গল্প। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। নাটকটি নিয়ে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল ড্রামার এটি তৃতীয় ওয়েব ফিল্ম এবং বর্তমান নাটকগুলো থেকে সম্পূর্ণ আলাদা কিছু যা দর্শক দেখলেই বুঝতে পারবেন, মানুষের জীবন দর্শনের অনেক কিছু উঠে আসবে চলো হারিয়ে যাইতে।’ এদিকে নাটকটিতে রয়েছে গানও। যেটি অবমুক্ত হবে ক্যাপিটাল মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটির মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন জাহিদ নীরব। উল্লেখ্য, ‘প্রিয় প্রজাপতি’ ও ‘মিথ্যে প্রেমের গল্প’র ব্যাপক সফলতার পর নতুন এ নাটকটিও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে সবার আশা।
শিরোনাম
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
- রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
- মার্কিন সহায়তা স্থগিত, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় ইউক্রেন
- পাকিস্তানে ভারী বৃষ্টি-আকস্মিক বন্যায় ৬৪ জনের মৃত্যু
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
আপডেট:
০০:৩৪, বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
/
শোবিজ
আজ ক্যাপিটাল ড্রামায়
তৌসিফ-তটিনীর ‘চলো হারিয়ে যাই’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর