আজ ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হচ্ছে বসুন্ধরা টিস্যু নিবেদিত নতুন নাটক ‘চলো হারিয়ে যাই’। হাসিব হোসাইন রাখির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘চলো হারিয়ে যাই’ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী। আরও রয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, রাফসান ইমতিয়াজ শান্ত, মায়া, সালমান আরাফাত প্রমুখ। নাটকটির সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন, সম্পাদনায় আকাশ সরকার, ফটোগ্রাফি আকিব রহমান, পোস্টার ডিজাইন নাহিদ হোসেন, প্রধান সহকারী পরিচালক শাহেদ হাসান ইমন ও সহকারী পরিচালক মাদেদী। ‘চলো হারিয়ে যাই’ নাটকটি প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘এই কাজটা আমার প্রথম কাজ ক্যাপিটাল ড্রামার সঙ্গে। সো, এ কাজটি নিয়ে আমি আসলেই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আশাবাদী। যেখানে সচরাচর এখন অনেক রোমান্টিক ড্রামা করছি আমি নিজেও, সেখান থেকে আমরা ভিন্ন ধারার একটি কাজ করতে পারছি, সেটা আনন্দের। এটাতে আমি যেমনটি একটু ভয়ে ভয়ে আছি যে অডিয়েন্স কীভাবে নেবে আবার তেমনি নিজেকে নিয়ে, ডিরেক্টর রাখিকে নিয়ে আই ফিল গুড যে নতুন কিছু করার চেষ্টা করেছি। সো, নতুন কিছু দেখতে চাইলে, ভিন্ন কিছু স্টোরি ট্রেলিং দেখতে চাইলে আমি সবাইকে রিকমেন্ড করব এই কাজটি দেখার জন্য। আশা করি, কেউ নিরাশ হবেন না।’ নাটকটি নিয়ে তটিনীও ভীষণ আশাবাদী। এদিকে পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, ‘চলো হারিয়ে যাই’ আমার জন্য একটা আলাদা জার্নি। গল্পটা লেখার সময় অনেকদিন আমি এই গল্পের মধ্যে ছিলাম। আমাদের এ কাজটার সঙ্গে আছেন এ সময়ের প্রবীণ অভিনেতা-অভিনেত্রী আবুল হায়াত স্যার, দিলারা জামান ম্যাম। গল্পটা যখন আমি আর্টিস্টদের শোনাচ্ছিলাম সবাই আমাকে খুব ভালোভাবে এপ্রিসিয়েট করেছিল। চলো হারিয়ে যাই এর মতো গল্প এখন খুব বেশি একটা কেউ করে না। যে কোনো ডিরেক্টরের কিছু স্পেশাল কাজ করার স্বপ্ন থাকে। চলো হারিয়ে যাই আমারও তেমন একটা স্বপ্নের প্রজেক্ট। এই জার্নিটা আমার জন্য অনেক বড় ছিল। এইটিন থেকে এইটি সব রকম দর্শকের জন্যই চলো হারিয়ে যাই। চলো হারিয়ে যাই একটি জীবনের গল্প, একটি প্রেমের গল্প। এটি বাস্তবতার গল্প। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। নাটকটি নিয়ে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল ড্রামার এটি তৃতীয় ওয়েব ফিল্ম এবং বর্তমান নাটকগুলো থেকে সম্পূর্ণ আলাদা কিছু যা দর্শক দেখলেই বুঝতে পারবেন, মানুষের জীবন দর্শনের অনেক কিছু উঠে আসবে চলো হারিয়ে যাইতে।’ এদিকে নাটকটিতে রয়েছে গানও। যেটি অবমুক্ত হবে ক্যাপিটাল মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটির মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন জাহিদ নীরব। উল্লেখ্য, ‘প্রিয় প্রজাপতি’ ও ‘মিথ্যে প্রেমের গল্প’র ব্যাপক সফলতার পর নতুন এ নাটকটিও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে সবার আশা।
শিরোনাম
- গোপালগঞ্জের মরদেহগুলো প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিক্ষোভে উত্তাল ইবি ক্যাম্পাস
- সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩
- গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল
- শিরাজনিত শারীরিক সমস্যায় ভুগছেন ট্রাম্প
- হদিস নেই ৭০০ কারাবন্দির
- মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন, তোপের মুখে ট্রাম্প
- ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
- সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল
- এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা ইসরাফিল
- কেন ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে?
- ‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান খান, দাবি পিটিআইয়ের
- ফিলিস্তিনিদের ভেড়াগুলোকেও হত্যা করছে ইসরায়েলিরা
- হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
আপডেট:
০০:৩৪, বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫
/
শোবিজ
আজ ক্যাপিটাল ড্রামায়
তৌসিফ-তটিনীর ‘চলো হারিয়ে যাই’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর