বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, স্কুলের সীমানার পাশেই পৌরসভার সেকেন্ডারি ডাম্পিং স্টেশন থাকায় দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ করেও সমাধান না পাওয়ায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ, শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে স্কুলের সামনে ময়লার কারণে আমরা পরিবেশদূষণের শিকার হচ্ছি। আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা এক হয়েছি এবং পৌরসভার পক্ষ থেকে আশ্বাস পেয়েছি যে আর সেখানে ময়লা ফেলা হবে না।”
এ বিষয়ে বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাসুদ বলেন, “যেখানে ময়লা ফেলা হতো, সেটা আমাদের সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। তবে শিক্ষার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে আমরা আজ থেকেই ময়লা ফেলা বন্ধ করেছি এবং বিকল্প জায়গা খুঁজছি।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে স্কুলসংলগ্ন ভাঙা রাস্তার সংস্কার কাজও খুব শিগগিরই শুরু হবে।
বিডি প্রতিদিন/আশিক