চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘাস কাটা মেশিনের বিদ্যুৎস্পর্শে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদার পুরাতন বাস্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আক্তারুজ্জামান (৫৫) ও আলম হোসেন (৩৫)। এরা একই গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার বিকালে দুই ভাই নিজ বাড়িতে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এক পর্যায়ে ঘাস কাটা মেশিনটি বিদ্যুতায়িত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন ছোট ভাই আলম। এসময় বড় ভাই আক্তারুজ্জামান কাঁচি দিয়ে বিদ্যুতের তার কাটতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় আলম হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আক্তারুজ্জামানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ