কুমিল্লার বরুড়া পৌরসভায় পুকুরে গোসল করতে গিয়ে নিধি পোদ্দার ও বন্নি পোদ্দার নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাহারপদুয়া গ্রামের পোদ্দারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং।
নিহতরা হলেন—পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাহারপদুয়া গ্রামের বাসিন্দা বিপ্লব পোদ্দারের মেয়ে নিধি পোদ্দার (৯) এবং রিপন পোদ্দারের মেয়ে বন্নি পোদ্দার (৯)। তারা স্থানীয় পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রতিদিনের মতো স্কুলের বিরতিতে তারা বাড়িতে খাবার খেতে ও গোসল করতে আসে। সাধারণত তারা মোটরের পানিতে গোসল করলেও বৃহস্পতিবার বিদ্যুৎ না থাকায় পুকুরে নেমে পড়ে। দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে গিয়ে পুকুরে ভাসতে দেখে। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমরা দুই পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছি। একই সঙ্গে সকল অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার অনুরোধ করছি।”
বিডি প্রতিদিন/আশিক