বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী এবং প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লালু, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সহসভাপতি রাহাত আহম্মেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মির্জা সেলিম রেজা।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, শামীম আহমেদ, জহুরুল ইসলাম, শাহ আলম শেখ মুক্তার, সাহেদুজ্জামান সিরাজ বিজয়, গোলজার হোসেন মিটু, হারুন উর রশীদ তালুকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক