শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ডিবির একটি দল তাকে বনশ্রীর বাসা থেকে আটক করে।
জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পারভেজ রহমান জন ৭৩ নম্বর আসামি। মামলায় হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে।
ঢাকার যাত্রাবাড়ীতে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টার দিকে সংঘর্ষ ও হত্যার ঘটনায় এ মামলা করা হয়।
মামলার এফআইআর সূত্রে জানা যায়, মামলাটি প্রথমে আদালতের নির্দেশে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়। এরপর পুলিশের তদন্তে সাবেক মেয়র পারভেজ রহমানকে এজাহারে আসামি করা হয়।
গ্রেফতার পারভেজ রহমানের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে ডিবির একটি টিম পারভেজ রহমান জনকে আটক করে নিয়ে যায়। পরে আমরা যোগাযোগ করে জানতে পারি, তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন।
এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, 'সাবেক মেয়র ঢাকায় গ্রেফতার হয়েছেন কি না আপনার কাছ থেকেই প্রথম শুনেছি। অফিসিয়ালি এখনো কোনো তথ্য পাইনি।'
বিডি প্রতিদিন/মুসা