নড়াইলের লোহাগড়া উপজেলার টি চর-কালনা এলাকায় একটি ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালনা-লোহাগড়া-নড়াইল সড়কের টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম চর-কালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা বেগম সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।'
বিডি প্রতিদিন/মুসা