নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে নড়াইল সদর হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টিপু মুন্সী নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে খাওয়ার পর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন টিপু। রাত আনুমানিক দুইটার দিকে প্রকৃতির ডাক মেটাতে ঘরের বাইরে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
পরিবার সাপে কাটা বুঝতে পেরে প্রথমে স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যায় তাকে। সেখানে ঝাড়ফুঁক করানো হয়। তবে অবস্থার অবনতি হলে দেরিতে তাকে নিয়ে যাওয়া হয় নড়াইল সদর হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবার বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা