এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিং ক্রমবর্ধমান আক্রমণাত্মক হয়ে উঠছে বলে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছে চীন।
বার্লিনকে সতর্ক করে চীন সোমবার বলেছে, সংঘাত উসকে দেওয়া এবং উত্তেজনা বৃদ্ধি করা উচিত নয়।
তাইওয়ান প্রণালি এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সাম্প্রতিক আচরণের প্রসঙ্গ টেনে জাপান সফরকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, “চীন বারবার হুমকি দিচ্ছে, তারা একতরফাভাবে অবস্থার পরিবর্তন করবে এবং সীমান্ত নিজেদের অনুকূলে নিয়ে নেবে।”
সোমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়ার সঙ্গে আলোচনার পর ওয়াদেফুল বলেন, “বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এই সংবেদনশীল কেন্দ্রে যেকোনও ধরনের উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি স্থিতিশীলই রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, আঞ্চলিক বিভিন্ন দেশগুলোর প্রতি শ্রদ্ধাশীল হোন, সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধান করুন এবং সংঘর্ষ উসকে দেওয়ার ও উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখুন।” সূত্র: চায়না গ্লোবাল সাউথ, সিটিজেন ট্রিবিউন
বিডি প্রতিদিন/একেএ