জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ঝিনাইদহে রক্তদান কর্মসূচি করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপির। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, সিনিয়র সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি আক্তারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। রক্তদান কর্মসূচির মাধ্যমে দলটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যাচ্ছে।
এদিকে শহরের পায়রাচত্বরে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ শাখা একই কর্মসূচি পালন করা হয়েছে।
আলোচনা সভা শেষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। এতে অসুস্থ ও অসহায় রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা হয়।
বিডি প্রতিদিন/এএ