জুলাই-আগস্ট মাসের মহান গণঅভ্যুত্থানের শোক ও বিজয়কে স্মরণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টেংকেরপাড় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ড্যাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হিমেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, মো. জসিম উদ্দিন রিপন, সহ-সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, নিউরোলজিস্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পি.বি. রায় সুপ্রিয়।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের জেলা উপদেষ্টা ডা. আমান উল্লাহ আমান, সহ-সভাপতি ডা. শেফালী খাতুন, ডা. মো. শহিদুল হক, সাবেক সিভিল সার্জন ও ড্যাব নেতা ডা. মুছা খান, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আকতার হোসেন, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি নজীর উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (৩) শামীম মোল্লা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামছুজ্জামান চৌধুরী কানন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবীর আখন্দ, ভিপি তাজুল ইসলাম, ডা. শরীফ মাসুমা ইসমত, ডা. জাকিয়া সুলতানা রুনা এবং ডা. শারমীন হক প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনগুলোকে স্মরণ করে আমরা রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়েছি, যা মানবতার সেবায় নিবেদিত।’
অনুষ্ঠান শেষে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একইসঙ্গে ব্লাড গ্রুপ নির্ণয়ের মাধ্যমে অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন।
বিডি প্রতিদিন/জামশেদ