ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন একটি পুরনো ক্যান্টিনের দেয়াল ভাঙার সময় সানসেট ধসে পড়ে মো. ডানিশ মিয়া (৫০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডানিশের সহকর্মী আলী আকবর জানান, পুরাতন ক্যান্টিনের দেয়াল ভাঙার সময় হঠাৎ ওপরের সানসেট ভেঙে পড়ে ডানিশ মিয়ার মাথায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে বিকেল সোয়া তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
জানা গেছে, নিহত ডানিশ মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নয়া নগর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারসহ মিরপুর ১৩ নম্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
বিডি প্রতিদিন/আশিক