নির্বাচন হলেই বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। তার মতে, নির্বাচনের বাইরে গিয়ে সংস্কার প্রস্তাবে লাভ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকার আসল বিষয় বাদ দিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, একটা অসুখ ছিল; সেটা হলো ভোট না হওয়া। সুষ্ঠু নির্বাচনেই সব রোগ সারবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে অনেকগুলো দাবি আসবে। দলগুলো যার যার ইশতেহার নিয়ে কাজ করবে। নির্বাচিত সরকার মনে করবে ভোটের মাধ্যমে জনগণের আস্থা নিয়ে কাজ করতে হবে। তখন সেই সরকার মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে। যদি বাস্তবায়ন না করে তাহলে অন্য দল সামনে আসবে।
তার মতে অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কমিশন নতুন নতুন দাবি উত্থাপনের মাধ্যমে নানা রকম জটিলতা তৈরি করছে। তিনি বলেন, আরও পাঁচটা কমিশনেও কোনো লাভ হবে না বরং জটিলতা বাড়বে। আর এইসব কাজের ম্যান্ডেটও তাদের দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, কমিশন যে ধরনের কাঠামো বানাচ্ছে, মনে হচ্ছে যেন একটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কাঠামো। যাতে চার বছরের মেয়াদ হবে, দ্বিকক্ষের পার্লামেন্ট হবে। এসব কিছুই হবে না। নব্বই এর গণঅভ্যুত্থানের তিন জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি।
ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগের অন্তত চারজন সিনিয়র নেতা চার রকম প্রেস কনফারেন্স করে যা বলছে তার কয়টা বাস্তবায়ন হয়েছে, প্রশ্ন রাখেন তিনি। মোস্তফা ফিরোজ আরও বলেন, নির্বাচনের বাইরে এসে আপনি যত রকম সংস্কার প্রস্তাব দেন না কেন লাভ নেই।
বিডি প্রতিদিন/এমআই