লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সামিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া চরপোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় আলী হোসেনের মেয়ে।
জানা গেছে, স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল সামিয়া। পথে চরপোড়াগাছার স্টিল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক্টর ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সামিয়া ও আরও তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সামিয়া মারা যায়। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টর ও ট্রলি প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারির দাবি জানান তারা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অনাপত্তি থাকলে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হবে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জড়িত ট্রাক্টর চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বিডিপ্রতিদিন/কবিরুল