জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নোয়াখালীতে জাতীয়তাবাদী বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবের) উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াখালী শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলমগীর আলো। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার, জেলা বিএনপির সদস্য রবিউল হাসান পলাশ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নোয়াখালীর সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার হোসেন তালুকদার ও যুবদল নেতা স্বপন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি রিফাত বিশ্বাস ও সাধারণ সম্পাদক তন্ময় শীলের রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ