পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ রেণুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ট্রাক চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৪টায় পটুয়াখালী সদর উপজেলার পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কুয়াকাটা থেকে বাগেরহাটগামী সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিতে প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের আনুমানিক ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।
অবৈধ রেণুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ট্রাক চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল