কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১ মে) রাতে কক্সবাজারের চকরিয়া থানার ফাসিয়াখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, গ্রেফতারকৃত নুরুল আমিন (২৭) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংডং ছগির শাহকাটা এলাকার মোক্তার আহমেদের ছেলে।
র্যাব জানায়, ভিকটিম মালুমঘাট ছগির শাহ কাটার বাসিন্দা। মামলার অভিযোগে বলা হয়, আসামি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পরবর্তীতে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল।
আ.ম. ফারুক বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামিকে ওয়ারেন্টভিত্তিক অভিযানে গ্রেফতার করে র্যাব। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ