বসুন্ধরা কিংস দিন কয়েক আগে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা জয় করেছে। ট্রফি হারানোর দুঃখ ভোলার সুযোগ পেয়েছিল আবাহনী। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে কিংস অ্যারিনায় বসুন্ধরার মুখোমুখি হয় আকাশি-নীল জার্সিধারীরা। এবার উল্টো দুই গোল হজম করে আবাহনী। আরও একবার প্রতিপক্ষকে হারানোর আনন্দে মেতে ওঠে বসুন্ধরা কিংস। তবে ম্যাচটি সহজে শেষ করতে পারেননি রেফারি। শেষ দিকে দুই দলের তিনজনকে লাল কার্ড দেখান তিনি।
কিংস অ্যারিনায় খেলতে নেমে চেনা রূপে দেখা দেয় বসুন্ধরা কিংস। নিজেদের প্রিয় মাঠে অপ্রতিরোধ্য গতিতে খেলতে থাকে তারা। ম্যাচের রাকিব হোসেন, ফয়সাল ফাহিম, জনাথনরা দুরন্ত ফুটবল উপহার দেন। ম্যাচের ১৬ মিনিটে ডি বক্সের ভিতরে রাকিবের পাসে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান ফাহিম। ১-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এরপর ম্যাচের ৪৯ মিনিটে ফের রাকিব-ফাহিম জুটির ঝলক দেখে কিংস অ্যারিনার দর্শকরা। রাকিবের পাসে বল পেয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে ফের গোল করেন ফাহিম। আবাহনী প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। বসুন্ধরার কাছে আরও একবার পরাজয়ের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে দলটি। তবে ম্যাচ শেষ হওয়ার আগে লঙ্কাকাণ্ড বাধিয়ে দেন দুই দলের ফুটবলাররা। কিংসের সোহেল রানাকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা তর্কে জড়িয়ে পড়েন। সেখান থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর রেফারি বসুন্ধরা কিংসের সাদ উদ্দিন ও সোহেল রানা এবং আবাহনীর শাকিল আহমদকে লাল কার্ড দেখান। এ জয়ে শিরোপা রেসে টিকে থাকল বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে ভ্যালেরিউ তিতার দল। তিন নম্বরে অবস্থান করছে বসুন্ধরা কিংস। আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে।
গতকাল কুমিল্লায় দারুণ জয় পেয়েছে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা মোহামেডান স্পোর্টিং। সাদা-কালো জার্সিধারীরা ৩-১ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোল করেন সানডে এমানুয়েল। ৬৫ মিনিটে ড্যানিলোর পেনাল্টি গোলে সমতায় পৌঁছায় পুলিশ এফসি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেই মোহামেডানকে ফের এগিয়ে দেন মুজাফফর। ম্যাচের যোগ করা সময়ে সানডে এমানুয়েলর গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে আরও মজবুত আসন গাড়ল সাদা-কালো জার্সিধারীরা। লিগে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি। এর মধ্যে তিন ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে মোহামেডান। দুই নম্বরে থাকা আবাহনী লিমিটেড ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে।
গতকাল বসুন্ধরা কিংসের জয়ে বেশ খানিকটা সুবিধা পেয়েছে মোহামেডান। আবাহনীর কাছ থেকে এগিয়ে গেছে সাদা-কালোরা। দীর্ঘদিন পর লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে আছে মোহামেডান। পেশাদার লিগ শুরু হওয়ার পর মোহামেডান কখনো লিগ জয় করতে পারেনি। শেষবার তারা লিগ জয় করে পেশাদার লিগ যুগ শুরুর আগে। ২০০৭ সালের পর থেকে আবাহনীরই আধিপত্য চলছিল। সেই আধিপত্য শেষ করে বসুন্ধরা কিংস। গত টানা পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। তবে চলতি মৌসুমে লিগে খুব একটা সুবিধা করতে পারেনি বসুন্ধরা কিংস। ছয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। এদিকে মোহামেডান সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গেছে। চলতি মৌসুমে সাদা-কালোরা কেবল দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে।
প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্সও। তারা ১-০ গোলে হারিয়েছে ফর্টিসকে। ওয়ান্ডারার্সের পক্ষে জয়সূচক গোলটি করেন ইউসুফ। এ জয়ে ১৩ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে নয় নম্বরে অবস্থান করছে ওয়ান্ডারার্স। ফর্টিস সমান ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে অবস্থান করছে। আজ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ফকিরেরপুল-চট্টগ্রাম আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়ন-রহমতগঞ্জ। চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী। রেলিগেশন থেকে বাঁচতে তাদের জয়ের বিকল্প নেই।