কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ফুলতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে মুজাফফরের টমটম গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জয়নাল আবেদীন (৪৫) কৈয়ারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দরগাহ পাহাড় গ্রামের বাসিন্দা, তার চালিত টমটম চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসায় বিদ্যুতস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। গ্যারেজে উপস্থিত লোকজন দ্রুত তাকে চকরিয়ার চিরিঙ্গায় অবস্থিত জমজম হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি(তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, ঘটনার পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম