কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ১৬১ বোতল মদ, ১ হাজার ৯৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৯ শত পিস অ্যামলোডিপাইন ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় এবং উপজেলার পৃথক পৃথক সীমান্ত এলাকা থেকে এসব মাদকসহ ট্যাবলেট ও ওষুধ জব্দ করা হয়।
৩৫-বিজিবি সুত্র জানায়, গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬ ও ১০৬৭ কেন্দ্র থেকে ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চর বারবান্দা সীমান্ত এলাকায় অভিযান চালায় ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪২ বোতল মদ এবং ১৯ বোতল বিয়ার আটক করা হয়। একই সময়ে সীমানা পিলার ১০৫৩-এমপি থেকে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১হাজার ৯৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা। এছাড়াও ১০৭০ নং পিলার এর ২ এস থেকে ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারীর আলগারচর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ওষুধ অ্যামলোডিপাইন ট্যাবলেট ৯শত পিস জব্দ করে খেয়ারচর বিওপির বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে ৩৫-জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাদকদ্রব্য ধব্বংস করার নিমিত্তে ব্যাটালিয়নে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম