দিনাজপুরের অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম রুদ্রপুর। এ গ্রামের ‘মেটি স্কুল’ পেয়েছে বিশ্ব পরিচিতি। স্কুলটির ভিন্নধর্মী স্থাপত্যশিল্পের জন্য পেয়েছে ২০০৭ সালে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড। স্কুলটির নির্মাণশৈলী দেখার জন্য দিনদিন বাড়ছে দেশি-বিদেশি শিক্ষার্থীসহ পর্যটকের সংখ্যা। দ্বিতল এ স্কুলের বৈশিষ্ট্য- কক্ষে শিক্ষার্থীরা গরম বা শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না। আলো-বাতাসের ফলে স্বাস্থ্যও ভালো থাকে। দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউপির রুদ্রপুর গ্রামের এ স্কুলটি গড়ে তুলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দীপশিখা’। ২৫ বছর আগেও এখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামই ছিল না। শিক্ষার্থীরা ৪-৫ কিলোমিটার পথ হেঁটে অন্য কোনো গ্রামে লেখাপড়ার জন্য যেত। অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা অনেকের থাকলেও আর্থিক সংকট এবং উদ্যোগের অভাবে তা সফল হয়নি। তবে আর সেই রুদ্রপুর নেই। বেসরকারি উন্নয়ন সংস্থার এ মেটি স্কুলই জ্বালিয়েছে সেই শিক্ষার আলো। প্রত্যন্ত গ্রামে লেখাপড়ার আলো ছড়িয়ে দিতে ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন দীপশিখার নির্বাহী পরিচালক ‘পৌল চারোয়া তিগ্যা’ ছোট্ট পরিসরে মেটি স্কুল’ শুরু করেন। ছাত্র-ছাত্রীদের নাচ-গান, অভিনয়, চিত্রাঙ্কন, দলীয় আলোচনা ও কথোপকথনভিত্তিক ইংরেজি শেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হচ্ছে। ‘মেটি’ একটি সংগঠনের নাম। যার পুরো নাম মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (মেটি)। ১৯৯৯ সালে স্কুলটির যাত্রা শুরু হলেও ২০০৫ সালে বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে মেটির স্থাপত্য মাটির স্কুলঘর নির্মাণ শুরু হয় জার্মানির ‘শান্তি’ দাতা সংস্থার অনুদানে। জার্মান ও অস্ট্রিয়ার ১০ জন ছাত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় ১৯ জন শ্রমিক স্কুল নির্মাণে অবদান রাখেন। জার্মান আর্কিটেক্ট আন্না হেরিঙ্গার ও আইকে রোওয়ার্গ এর তত্ত্বাবধান করেন। মেটি স্কুল নির্মাণে ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বালু ও বাঁশ, দড়ি, কাঠ, টিন, রড, ইট ও সিমেন্ট। মাটি ও খড় মেশানো কাদা দিয়ে তৈরি করা হয়েছে এর দেয়াল। দেয়ালের ভিতের ওপর দেওয়া হয়েছে আর্দ্রতারোধক। দেয়ালের প্লাস্টারে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু। মেঝের প্লাস্টারে পামঅয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে, যা সাধারণভাবে ওয়াটার প্রুফ। মেটি স্কুলের ৯ ফুট উচ্চতার ওপরে প্রথম তলায় ছাদ হিসেবে বাঁশ বিছিয়ে ও বাঁশের চাটাই দিয়ে মাটির আবরণ দেওয়া হয়েছে। দোতলার ছাদে বাঁশের সঙ্গে কাঠ দেওয়া হয়েছে। ওপরে বৃষ্টির পানির জন্য দেওয়া হয়েছে টিন। কোথাও ইট ব্যবহার করা না হলেও ঘরের ভিত হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। দর্শনার্থী মোসাদ্দেক হোসেন বলেন, ‘মেটি স্কুলটি দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।’ দীপশিখা মেটি স্কুলের সহকারী শিক্ষিকা মোছা. সাহিদা আক্তার জানান, ৯ বছর ধরে কাজ করছি। নান্দনিক ও গ্রামীণ পরিবেশে আধুনিক শিক্ষা দেওয়া হয়। যখন পড়তে ভালো লাগে তখন অনেক শিক্ষার্থীর শুয়ে-বসেও পড়ার সুযোগ রয়েছে। দীপশিখার রুদ্রপুর প্রকল্প অফিসের এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ জানান, বর্তমানে ৪২১ জন শিক্ষার্থী রয়েছে। পরিবেশকে সমুন্নত রেখে বাঁশ-মাটি-কাঠ দিয়ে তৈরি এ মেটি স্কুলটি। আরেকটি পরিবেশবান্ধব বিল্ডিং আছে প্রতিবন্ধীবান্ধব। এটিও আন্তর্জাতিক ওভেল অ্যাওয়ার্ড পেয়েছে। প্রতিবন্ধীদের সবরকম সেবা দেওয়া হয়। এখানে থেরাপি সেন্টার রয়েছে। নারীদের উন্নয়নেও সেন্টার রয়েছে। ১৩ জন নারী রয়েছেন, তারা সমাজের ফেলে দেওয়া যেমন ছেঁড়া কাঁথাসহ বিভিন্ন জিনিস দিয়ে দৃষ্টিনন্দন কাঁথাসহ বিভিন্ন জিনিস তৈরি করেন। আরেকটি কারিগরি শিক্ষার ভবন রয়েছে। এ প্রতিষ্ঠানটিকে দেখার জন্য দেশি-বিদেশি অনেক মানুষ ছুটে আসেন।
শিরোনাম
- বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ
- সত্যিই কি ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?
- স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় এভারকেয়ারে যাবেন খালেদা জিয়া
- সকালের মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা
- মহেশপুর সীমান্ত দিয়ে দুই দিনে ১৬ জনকে পুশইন
- মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলছে ইরান
- ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সচল, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহতের ভিডিও প্রকাশ
- ইসরায়েলের হামলায় ইরানে নিহত প্রায় ৬০০
- হলি আর্টিজানে হামলার মামলায় হাইকোর্টের রায় প্রকাশ
- যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়াল দিল এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমান
- চট্টগ্রামে আবারও শুরু হচ্ছে করোনার টিকাদান
- চট্টগ্রামে গাড়ির ধাক্কায় যুবক নিহত
- নিঃস্বার্থ ভালোবাসার গল্প ‘বাবার ছায়া’
- ‘যুদ্ধ শুরু’, বললেন খামেনি
- ক্লাব বিশ্বকাপের যৌক্তিকতা দেখছেন না লা লিগা সভাপতি
- শপথ ছাড়াই ইশরাকের নানা ‘নির্দেশনা’, সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন
- ইরানে ইসরায়েলের হামলা ‘অবৈধ’, রাশিয়ার বিবৃতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জুন)
- ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার হচ্ছেন ইমরান হায়দার
- ইরান ছাড়তে চাওয়া বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা
স্থাপত্যে অনন্য মেটি স্কুল
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

হঠাৎ জি-সেভেন সম্মেলন ছেড়ে ফেরার কারণ যুদ্ধবিরতি নয়, আরও বড় কিছু : ট্রাম্প
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের পরমাণু অগ্রগতি নিয়ে ইসরায়েলের দাবি সত্য নয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাষ্ট্রদূতের রহস্যময় বার্তা: ইরানে কি পরমাণু বোমা ফেলতে যাচ্ছেন ট্রাম্প?
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের ‘মস্তিষ্ক’ খ্যাত গবেষণা প্রতিষ্ঠান
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম