ইয়েমেনের হুথি প্রতিরোধ আন্দোলনের নেতা বলেছেন, তার দেশে ইসরায়েলের সমর্থনেই মার্কিন বিমান হামলা চালানো হচ্ছে। এটা ইয়েমেনি জাতি এবং দখলদার সরকারের মধ্যে চূড়ান্ত যুদ্ধের অংশ।
বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আব্দুল-মালিক আল-হুথি বলেন, ইসরায়েল-অধিকৃত অঞ্চলের গভীরে কৌশলগত স্থাপনাগুলির বিরুদ্ধে ইয়েমেনিদের আক্রমণ অব্যাহত থাকবে। মার্কিন সামরিক বাহিনী কোনোভাবেই তাদের থামাতে পারবে না।
আব্দুল-মালিক আল-হুথি বলেন, আমাদের নৌ অভিযানও অব্যাহত থাকবে এবং লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালী, এডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েল-সংযুক্ত জাহাজগুলোর চলাচল একেবারেই অনুমোদিত হবে না। যদিও ইসরায়েলি শত্রু লোহিত সাগরের জলসীমায় চলাচলের ক্ষমতা পুনরুদ্ধার করতে মরিয়া।
গাজা সংঘাতের বিষয়ে হুথি প্রধান বলেন, গাজায় ইসরায়েলি হামলার ফলে এই সপ্তাহে প্রায় ১,৩০০ ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ৭ হাজারের বেশি ফিলিস্তিনি পরিবারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। গাজার পরিবারগুলির বিরুদ্ধে এই নৃশংসতা এবং জঘন্য অপরাধকে গণহত্যা হিসাবে বর্ণনা করা যেতে পারে। তার ভাষ্য, ইহুদিবাদী সত্তা ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুর উপর গণহত্যামূলক অপরাধ করেছে। এটি একটি ক্ষুদ্র ভূমির মধ্যে একটি অত্যন্ত ভয়াবহ অপরাধ।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল