মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বাজারে একটি স্বর্ণের দোকানে ঢুকে স্বর্ণকারকে ছুরিকাঘাত করে তিনটি সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত স্বর্ণকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত স্বর্ণকারের নাম শুভ কর্মকার (৩৪)। তিনি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বাজার হোসেন্দী গ্রামের কালাচাঁদ কর্মকারের ছেলে।
শুক্রবার (২ মে) দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী বাজারের ‘সোমা জুয়েলার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত স্বর্ণকার শুভ কর্মকার বলেন, “দুপুর দেড়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। জুমার নামাজের সময় হওয়ায় বাজারে লোকজন কম ছিল। এ সময় নতুনচর গ্রামের মোস্তফা দোকানে এসে স্বর্ণের চেইন দেখার কথা বলেন। আমি চেইন বের করে দেখাতে গেলে হঠাৎ তিনি কোমর থেকে ছুরি বের করে আমাকে ছুরিকাঘাত করেন এবং তিনটি চেইন নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে যায়।”
ছিনতাই হওয়া চেইনের ওজন দুই ভরি চার আনা, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লক্ষ টাকা।
শুভর চাচাতো ভাই অঙ্কন কর্মকার বলেন, “আমারও একটি স্বর্ণের দোকান রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলাম। খবর পেয়ে দ্রুত হোসেন্দী বাজারে ছুটে আসি। আমার ভাইয়ের ডান হাতে ছুরির একাধিক আঘাত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।”
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, “এমন একজন রোগী আমাদের হাসপাতালে এসেছে। তার ডান হাতে ২১টি সেলাই পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।”
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে।”
বিডি প্রতিদিন/আশিক